খেলাঘরখেলাঘর

ভেবে দেখো আকাশ তখন নীল খেয়ালে,
আমি তখন যাচ্ছি কোথায় কে বা জানে?
সন্ধ্যামণি পথের ধারে অমনি করে,
ফুটতে তোমায় কে বলেছে মুখ লুকিয়ে?
শিউলি আর কাশ ফুলের ওই কার- সাজিতে,
আগমনীর সুরটি বাজে ভোর বেলাতে।
ইচ্ছে গুলোর রঙীন ফানুস সঙ্গে নিয়ে,
আকাশপ্রদীপ কে জ্বালালো স্বপ্ন দিয়ে?
শরত্‌ তোমার অরুণ আলোর অঞ্জলিতে,
ছুটতে থাকি ভেসে বেড়াই আলসেমিতে।
এতো সব কাজের কথা মজার খেলায় আসি,
টুকরো টুকরো লেখার ভেলায় ইচ্ছামতীতে ভাসি।
ভাসতে ভাসতে সাত সমুদ্র তেরো নদীর দেশে,
তুমিও কিছু লিখতে পারো রাজপুত্রের বেশে।
সেই লেখার জাল বুনবে চরকা কাটা বুড়ি
ইচ্ছামতী পাল তুলবে হাজার রঙের ঘুড়ি।
                                                    

শ্রমণ মিত্র