রঙবেরঙের পাখি―
ভোর না হতেই জোর কলরব,
তুমুল ডাকাডাকি।
গাছের ছায়া, সুরের মায়া
দু'য়ের মাখামাখি ।
ডালে ডালে পত্রশাখায়
মিষ্টিমধুর সুর খেলে যায়―
এ হেন সুখ কোথায় আমি রাখি!
খানিক পরেই মেলবে ডানা
খুঁজতে যাবে খাবার দানা
তারপরে ফের ফিরবে গাছে
ঘেঁষবে সবাই এ ওর কাছে,
কিচিরমিচির তর্ক সেরে
বসবে আলোচনায় —
"কেমন করে করবে বিহিত
বিপদ যদি ঘনায়!"
হাওয়ায় জলে বিষ ছড়িয়ে
নদী-পাহাড় কিম্বা বনের
গাছ কেটে আর আগুন দিয়ে
মানেটা কী উন্নয়নের —
পায় না ভেবে তাদের বিবেচনায়।
দোয়েল শালিখ ময়না টিয়ে
চিন্তিত খুব বিপদ নিয়ে
মানুষজনের দৌরাত্মিপনায়।
ছবিঃ ডাল-ই এ আই পদ্ধতি