মেঘেদের ঘনঘটা আকাশের গায়ে আজ
করে শুধু খুনসুটি ভুলেছে কি সব কাজ?
ঝরোঝর রিনিঝিন সারাদিন ঝরছে
ফেলে আসা কতো কথা মনে শুধু পড়ছে
বুকে জাগে ব্যথা খুব ডাহুকীর কান্নায়
রাঙা বউ মগ্ন যে রকমারি রান্নায়...
নদী জল ছলোছল..মাঝিদের মনে সুর
নায়রিকে নিয়ে যাবে,কোন গাঁয়ে,কতোদূর ?
বারোমেঘা দলবেঁধে নায়রে যে এসেছে
এদেশের রূপ বুঝি খুব ভালোবেসেছে!
মেঘপরি আহা মরি...অপরূপা সৃষ্টি
রূপ তার কেড়ে নেয় মরুচারী দৃষ্টি
ইথারীয় সুরে দোলে রকমারি ভাবনা
মেঘপরি.তোকে ছেড়ে কোত্থাও যাবনা !!!!
ছবিঃ শিল্পী ঘোষ