খুকুমনির বায়না আজ,
লাল শাড়িতে করবে সাজ।
ঝুমকো দুল ও মোতির হার,
গয়না ভারী চাই যে তার।
খুকু আমার রঙিন ফুল ,
চিনতে তাকে হয়না ভুল ,
দুষ্টু খুকুর রাঙা গাল ,
দেখে মাঝি ওড়ায় পাল -
নৌকোটা যায় দূরের দেশ;
আমার খুকু লক্ষ্মী বেশ ।
কিচিরমিচির পাখির রব,
দৃষ্টি জুড়ে ওইতো সব ,
জীবন কাটে আনন্দেই ,
খুকু ছাড়া কেউতো নেই !
ছবিঃ মহাশ্বেতা রায়