সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

দুষ্টু খুকু ভোরের বেলায়
সুয্যিমামার সাথী,
চোখ রগড়ে উঠে বসে
যেই না পোহায় রাতি।

দুষ্টু খুকু সকাল বেলায়
বই খাতাটি ফেলে,
বাগানজুড়ে ছুটোছুটি
বেড়ায় শুধু খেলে।

দুষ্টু খুকু দুপুর বেলায়
দে' ছুট মাঠের পার,
মা একটু তন্দ্রা গেলেই
ধরবে কে গো আর।

দুষ্টু খুকু বিকেল বেলায়
পাড়তে গিয়ে আম,
লগ বগা বগ গাছ বাইতে
ঝরল মাথার ঘাম।

দুষ্টু খুকু সন্ধে বেলায়
মায়ের পাশে বসে,
টপ টপা টপ লেখে জোখে
জটিল আঁকটি কষে।

দুষ্টু খুকু রাতের বেলায়
শুনে ধুপধাপ শব্দ,
খাটের ওপর একলা বসে
হয়েছে ভারী জব্দ।

দুষ্টু খুকু নয়কো ভীতু
চুপিচুপি খুলে দোর,
বাইরে এসে দেখল শেষে
ঘরে ঢুকেছে চোর।

দুষ্টু খুকু লুকিয়ে দেখে
চোর ব্যাটাদের কাণ্ড,
একটা চোর বেজায় ঢ্যাঙা
একটা মুশকো ষণ্ড।

দুষ্টু খুকু পা টিপটিপ
চোরের পিছে ধায়,
চোর দুখানা কপাট খুলে
ঠাকুরঘরে যায়।

দুষ্টু খুকু পেছন থেকে
শেকলটি দেয় এঁটে,
দুই বাবাজী আটকা পড়ে
ঢ্যাঙা আর বেঁটে।

দুষ্টু খুকু জোরসে ডাকে
"শিগ্গিরি সব এসো!
চোর ধরেছি ঠাকুরঘরে
পুলিশ ডাকি রোসো।"

দুষ্টু খুকুর সাহস দেখে
অবাক পাড়ার লোক
ধন্য ধন্য করল সবাই
খুকুর জয় হোক।

মন্ত্রী এসে মেডেল দিল
মিছিল সারা গাঁয়ে,
সাবাস খুকু সাবাস সোনা
ধন্যি দস্যি মেয়ে।


ছবিঃ বৃষ্টি প্রামাণিক

একটি আড়াই বছরের সন্তানের জননী। স্বামীর কর্মসূত্রে বর্তমানে আমেরিকায় থাকেন, দেশের ঠিকানা হাওড়া। বছর তিন আগে কলকাতার সাহা ইনস্টিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স থেকে পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। শিশু-কিশোর সাহিত্য পড়তে ও লিখতে ভালবাসেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা