যে জীবন জলফড়িং-এর
চাকদোয়েল আর শিশু ফিঙের
একটু ভাঙা ঘুম।।
গাঙচিলেদের উষ্ণ ডানায়
লিখে রাখা কোন ঠিকানায়
পড়ে এসে তারই আলোর চুম।।
আকাশ, জল আর মেঘলিপিতে
জলময়ূর আর জলপিপিতে
সে-ই তো দেয় ছুট।।
রূপকথানীল আকাশ এঁকে
টিট্টিভেরা উঠছে ডেকে
টিটি- টিটি-হুট।।
খরগোশ আর হরিণছানার
চোখে আঁকা কোন অজানার
রূপকথারঙ জীবন-ছবির রূপ।।
বৃষ্টিকথার টাপুর-টুপুর
ফুলপরীদের বাজায় নূপুর
জীবন তখন টুপুর-টাপুর-টুপ।।
ছবিঃ বৃষ্টি প্রামাণিক