গহন নদী জাহ্নবী তুই
আমার কথার গান হবি তুই
আঁকলি যে ওই স্নানছবি তুই
জলে !
তুই যে নদী সরস্বতী
গভীর প্রাণের পরশ জ্যোতি
আঁকলি গহন আলোর প্রতি
পলে !
তুইই নদী ত্রিস্রোতা যে
লিখলি চিঠি বালির ভাঁজে
ঢেউ-ভাঙা ওই জলের সাজে
ছুটে
জিয়াভরলীর জলের গানে
তোরই জলের তুলির টানে
আলোর কমল উঠবে প্রাণে
ফুটে।
তুই যে রাইন, কঙ্গো যে তুই
অচিন জলতরঙ্গ যে তুই
রূপকথাদের অঙ্গ যে দিস
এঁকে
কোন সে গহন নীলের জলে
ঢেউয়ের অন্ত্যমিলের ছলে
রাখিস জীবন কোন অতলে
ঢেকে?
ছবিঃ মহাশ্বেতা রায়