পৃথিবীতে বড্ড মানুষ
তিল ধারণের জায়গা নেই
চাঁদ মঙ্গল খালি পড়ে
যাও না কেন সেইখানেই।
চাঁদের জমি কিনতে চাও
জানতে চাও কেমন দাম?
'চন্দ্রগ্রহণ' প্রমোটারের
দিচ্ছি ফোন দিচ্ছি নাম।
জায়গাখানা রুক্ষ বড়
জমিনখানাও অসমান
যখন তখন উল্কাপাতে
ঝলসে ওঠে আকাশখান।
একটু রিমোট জায়গা বলে
জনপ্রাণী চুপ করে
ডিসকাউন্টে পাচ্ছ জমি
বুক করে নাও টুক করে।
বাগান ঘেরা বাংলো হবে
থাকবে ভরে গাছ দিয়ে
মেঘগুলোকে করছে ভাড়া
জল ছেটানোর কাজ দিয়ে।
লোক বসতি বসলে পরে
জমবে তখন দোকান-পাট
দেখতে পাবে দূরবীনেতে
চাঁদের দেশে চাঁদের হাট।
জলের দরে পাচ্ছ জমি
নাও কিনে নাও এই বেলা
দাম বাড়ালে দোষ দিও না
চুষবে তখন কাঁচকলা!
ছবিঃ তৃষিতা মিত্র