পয়সা বাঁচাতে গিয়ে
দরজিকে বলে কয়ে
এনে ছাঁট কাপড়ের ডাঁই
মা দিল করে সেলাই।
পাঁচ-পাচঁটি ভাইবোন আমরা
কোলেরটি আদরের ভাই –
পাঁচ-পাঁচটি ছিন্ন কাঁথা মোড়া
তোলা জামা ছিল একটাই।
শরৎ আসবে ঠিক
সোনা রোদে ঝিক্মিক্
চারদিকে পুজো পুজো গন্ধ
আমরা পাঁচ বোন-ভাই
তোলা জামা একটাই
পালা করে পরা নয় মন্দ।
ছবিঃ মহাশ্বেতা রায়