রোদ উঠেছে, বৃষ্টি পড়ছে,
খেঁকশিয়ালের বিয়ে,
বিয়ের দাওয়াতে যাচ্ছে সবে
উপহার সব নিয়ে।
খরগোশ বাবুর্চি, ইঁদুর মশাই
করছে দুজন রান্না,
মুরগির রোস্ট- শেয়াল মামা
নিরামিষটা খান না।
গান-বাজনা নৃত্যে মাতায়
বানর ভায়ার দল,
ঢাকঢোল সব বাজছে জোরে,
আর কী চাই বল!
বরযাত্রী সকল পশু,
সকল পাখির সাথে,
চিৎকার আর হুল্লোড়ে
বনটা ওঠায় মাথে।
শেয়াল মামা বেজায় খুশি,
খুঁজে তবে পান না,
মামী কেন সকাল থেকে
আর থামান না কান্না।
শেয়াল মামার হলো বিয়ে
আনন্দ-উৎসবে,
বলল সবাই, এই দিনটা
সবার মনে রবে।
ছবিঃ শর্মিষ্ঠা চক্রবর্তী