আবার দেখ পূজো এল ঘটা করে
হিল্লি-দিল্লি যাচ্ছে সবাই ট্রেনে চড়ে ।
শহর জুড়ে রঙ্গিন মানুষ আলোর বাজার
পুজো মানেই টাকার খরচ লক্ষ হাজার ।
পুজোয় দেখ কত রকম খাবার দাবার
নেইকো ক্ষিদে তবুও সব খায় যে আবার ।
কলকাতারই এক পাড়াতে ঢাক বাজাতে
আমরা কজন এসছি চলে হাড়-হাভাতে ।
পুজোর সময় মোদের গ্রামে ভীষন খরা
পেটের টানে বেড়িয়ে পড়া,ক্ষেত যে মরা ।
অন্য কোথাও নদীর জলে বানভাসিরা
আসছে শহর কাজের খোঁজে গ্রামবাসীরা ।
বাবার সঙ্গে কাঁসি বাজাই ঢাক পারিনা
নেইকো আমার নতুন জুতো,প্যান্ট ও জামা ।
বছর বছর পূজো কাটে একইভাবে
ভাবনা থাকে নতুন জামা হবে কবে ।
সকাল থেকে রাত্রি শুধু হুকুম মানা
কেমন মজা দুর্গাপূজোয় যায় না জানা ।।
ছবিঃ পারিজাত ভট্টাচার্য