"কি হয়েছে আজ জানো ঠাম্মা!"
"না তো, কিছু তো শুনিনি কই?
তবে, মনে হয় দারুণ কিছু ?
তাই দেখি এত হৈ-চৈ!"
"দারুণ বলে দারুণ; বাবার সাথে
বেরিয়ে ছিলাম বিকেল বেলায়।"
"তা তো জানি।" "শোনো না; তারপরেতে
গিয়েছিলাম মিলন মেলায়।"
"আচ্ছা, এই কারণে এত খুশি!"
"না না, বলিনি তো আসল কথা…"
"তবে, নিশ্চই কিনেছো পুতুল,
বন-বনিয়ে ঘুরছে যেটা?"
"কিনেছি একটা পুতুল ঠিক-ই,
কিন্তু, আসল কারণ নয়গো এটা।"
"তবে কি দুজনে ফুচকা ধোসা;
কিংবা সাজুগুজুর এটা-সেটা?"
"দাওনা কেন বলতে আমায়,
এসব কিছুই নয়গো নয়;
এমন তো আর সব মেলাতেই
একটু আধটু হয়-ই হয়।
আসলে, কারুর কোলেতে নয়;
বাসে পেয়েছি একটা গোটা সিট।
আর, আমি নাকি এমনি বড়
কাটতে হয়েছে ফুল টিকিট!"
ছবিঃ পারিজাত ভট্টাচার্য্য