পুজোর নৌকো ভেসে এলো ইচ্ছামতীর জলে
সোনা রঙের তুলেছে পাল
খুশির গন্ধে শরত সকাল
উঠছে ভরে আয় না তোরা দেখতে দলে দলে
নৌকো বোঝাই মন্ডা মিঠাই
লাট্টু , পুতুল , ঘুড়ি লাটাই
ইচ্ছে সকাল উঠবে সেজে
নীল আকাশের তলে
ছড়িয়ে দু পা লক্ষ্মী দিদি
বলছে, " ও ভাই সরস্বতী
এবার পুজোয় শহর ছেড়ে কোনো মফস্বলে
নৌকো বাঁধুক অসুর দাদা"
গণেশ বলল , "দাঁড়াও আগে
দেখি, মা কী বলেন"
মা বললেন, "ভাবনা কী রে?
ইচ্ছামতী নদীর তীরে
আমার চেনা গ্রামে যাব
সবাই রাজি হলে"
তাইত মহালয়ার ভোরে
সানাই বাজে ছুটির সুরে
মা আসছে বছর ঘুরে
নতুন ঢাকের বোলে
পুজোর নৌকা ভেসে এলো ইচ্ছামতীর জলে।
ছবিঃ মহাশ্বেতা রায়