খেলাঘরখেলাঘর

ইচ্ছামতী

ইচ্ছামতী ইচ্ছামতী
এক যে আছে ছোট্টো নদী
খুশির স্রোতে অবাধ গতি
যেমন ইচ্ছে যেমন মতি

অথবা সে ছোট্টো মেয়ে
উঠলো বেড়ে আদর পেয়ে
দুষ্টু চোখে মিষ্টি হেসে
মনের ভুবন ফেললো ছেয়ে

ইচ্ছামতী ইচ্ছামতী
হয়তো সে এক প্রজাপতি
মেললো দুটি রঙিন ডানা
অচিনপুরে তার ঠিকানা

ইচ্ছামতী রঙিন ঝুরি
গল্প ছড়া ভুরি ভুরি
পড়বে তোমরা স্বপ্ন চোখে
এখন যারা ছোট্টো কুঁড়ি।

 



দ্বৈতা গোস্বামী
গুরগাঁও, হরিয়ানা

দ্বৈতা হাজরা গোস্বামী বর্তমানে বেঙ্গালুরর বাসিন্দা। গবেষণা করছেন বৈদিক সাহিত্য নিয়ে। ভালোবাসেন কবিতা ও ছোটগল্প লিখতে , ছবি আঁকতে, যে কোনো সৃষ্টিশীল কাজে ডুবে থাকতে, আর ছোটদের সঙ্গে সময় কাটাতে।