আসলে এক বরফ বুড়ো
থাকে ঝাউয়ের বনে
বরফ ঢাকা পাহাড় চুড়োয়
থাকে মেঘের কোনে
ঝুপ করে শীত নামলে পড়ে
চুপ করে সে শোনে
উলের টুপি মাথায় দিয়ে
শীতের প্রহর গোনে ।
যখন আসে বসন্ত সে
ফুলের রেণু মাখে
বুড়ো তো নয় ছোট্টো খোকা
সবাই তাকে ডাকে ।
বর্ষা হলেই একলা ভেজে
নিজের কাপড় শুকোয় নিজে
গ্রীষ্ম এলেই ছাতা মাথায়
দাঁড়িয়ে সে ঠিক থাকে।
সারা বছর দুষ্টুমি তার
বিচিত্র তার খেলা
ফুঁ দিয়ে মেঘ জড়ো করে
বানায় মেঘের ভেলা
সেই ভেলাতেই ঘুরতে
বেরোয় কম করে দুই বেলা
সঙ্গে থাকে চাঁদের বুড়ি
যায় না তারা দীঘা পুরী
ছায়াপথে বেড়িয়ে দুজন
দেখে তারার মেলা ।।
থাকে ঝাউয়ের বনে
বরফ ঢাকা পাহাড় চুড়োয়
থাকে মেঘের কোনে
ঝুপ করে শীত নামলে পড়ে
চুপ করে সে শোনে
উলের টুপি মাথায় দিয়ে
শীতের প্রহর গোনে ।
যখন আসে বসন্ত সে
ফুলের রেণু মাখে
বুড়ো তো নয় ছোট্টো খোকা
সবাই তাকে ডাকে ।
বর্ষা হলেই একলা ভেজে
নিজের কাপড় শুকোয় নিজে
গ্রীষ্ম এলেই ছাতা মাথায়
দাঁড়িয়ে সে ঠিক থাকে।
সারা বছর দুষ্টুমি তার
বিচিত্র তার খেলা
ফুঁ দিয়ে মেঘ জড়ো করে
বানায় মেঘের ভেলা
সেই ভেলাতেই ঘুরতে
বেরোয় কম করে দুই বেলা
সঙ্গে থাকে চাঁদের বুড়ি
যায় না তারা দীঘা পুরী
ছায়াপথে বেড়িয়ে দুজন
দেখে তারার মেলা ।।
দ্বৈতা গোস্বামী
গুরগাঁও, হরিয়ানা
গুরগাঁও, হরিয়ানা