বন্ধু পাতানো
বসছে গাছের মগডালে,
'এ্যাই পাখিটা, করছোটা কি
পড়া ফেলে সক্কালে!
তোমায় বুঝি মা বকে না
করতে হয় না হোমটাস্ক,
আন্টি বুঝি এমনি এমনিই
দিয়ে দেয় ফুল-মার্কস্ !
তোমার তো ভাই ভারি মজা
খেলে বেড়াও সারাটা দিন !
আমার তুমি বন্ধু হবে?
খেলবো দু'জন ছুটির দিন।'
সুমন কুমার নায়েক
বোলপুর, বীরভূম
- বিস্তারিত
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
প্রকৃতির ধর্ম
একদিন ইস্কুলে গিয়ে দেখে অর্ক
দুইদলে বেধে গেছে বড় জোর তর্ক;
তর্কের কেন্দ্রে ছিলো শীত গ্রীষ্ম
তুচ্ছ বিষয় নিয়ে ভয়ানক দৃশ্য।
গ্রীষ্মের বিরুদ্ধে ছিল এই যুক্তি
হাসফাঁস করা থেকে নেই কোনো মুক্তি;
খাদ্যেও সুখ নেই খেয়ে নেই স্বস্তি
খেয়ে পরে বসে শুয়ে শীতে সুখ অস্তি।
হাড় কাঁপা ঠান্ডায় ভোরে ওঠা শক্ত
বাইরে গেলেই যেন জমে যায় রক্ত;
হাত পায়ে টান ধরে খস খস গাত্র
টের পাবে হাড়ে হাড়ে জলে নামা মাত্র।
কাঁঠালের দেশে পাবে আম জাম বিল্ব
রসে ভরা ফলগুলি গরমেতেই মিললো;
সরবতে স্বাদ পাবে,সুখ দেবে লস্যি
বাসনা তৃপ্ত হবে হও যত দস্যি!
শীতকালে পাবে তুমি যত শাক সব্জি
পেট ভরে খেতে পার ডুবিয়ে ঐ কব্জি;
খেজুরের রসে পাবে নলেনের সন্দেশ
পার্বণী পিঠা পাবে খেতে পার কমবেশ।
সবদিক শুনে বুঝে হেঁকে বলে অর্ক
খুব হলো থামো দেখি থামাও বিতর্ক;
শীতকালে শীত ভালো গ্রীষ্মে ঘর্ম
সমতালে তাল রাখা প্রকৃতির ধর্ম।
জামাল ভড়
বারাসাত
উত্তর চব্বিশ পরগনা
- বিস্তারিত
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
বরফবুড়ো
থাকে ঝাউয়ের বনে
বরফ ঢাকা পাহাড় চুড়োয়
থাকে মেঘের কোনে
ঝুপ করে শীত নামলে পড়ে
চুপ করে সে শোনে
উলের টুপি মাথায় দিয়ে
শীতের প্রহর গোনে ।
যখন আসে বসন্ত সে
ফুলের রেণু মাখে
বুড়ো তো নয় ছোট্টো খোকা
সবাই তাকে ডাকে ।
বর্ষা হলেই একলা ভেজে
নিজের কাপড় শুকোয় নিজে
গ্রীষ্ম এলেই ছাতা মাথায়
দাঁড়িয়ে সে ঠিক থাকে।
সারা বছর দুষ্টুমি তার
বিচিত্র তার খেলা
ফুঁ দিয়ে মেঘ জড়ো করে
বানায় মেঘের ভেলা
সেই ভেলাতেই ঘুরতে
বেরোয় কম করে দুই বেলা
সঙ্গে থাকে চাঁদের বুড়ি
যায় না তারা দীঘা পুরী
ছায়াপথে বেড়িয়ে দুজন
দেখে তারার মেলা ।।
গুরগাঁও, হরিয়ানা
- বিস্তারিত
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
জমজমাট
অরুণ-আভার আভাস পেয়ে
'যাচ্ছি-যাবো' করছে রাত
ভোরাই সুরের বাজিয়ে শানাই
দোয়েল শোনায় 'সুপ্রভাত'
চমকে জেগে কোরাস জমায়
দুরের কুহু কাছের টিয়ে
দীঘির ঘাটে ডাহুক ডাকে
কূঁক কোঁয়া কূঁক কূঁক ককিয়ে।
ভিনগেরামে হাঁকল মোরগ
প্যাঁক বলে হাঁস ভাসল জলে
কার্নিসেতে কাকের কা কা
কুব কুব কুবো ডেকেই চলে।
ভোরের হাওয়ায় আওয়াজ আসে
ঘরের পাশে হরেক রকম
শালিখ চড়াই বুলবুলি আর
পায়রাগুলোর বকম বকম।
ঝলমলানো শরত রোদে
সূয্যিদেবের রাজ্যপাট
পাখপাখালির বৃন্দগানের
জলসা জমে জমজমাট।
রেবতীভুষণ ঘোষ
- বিস্তারিত
- ক্যাটfগরি: ছড়া-কবিতা