সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
  • ট্রেন

    ছাড়ছে ট্রেন
    হাওড়া থেকে
    চলবে এবার
    এঁকেবেঁকে ;
    চলছে ট্রেন
    শহর ছেড়ে
    পথচলাদের
    নজর কেড়ে ;
    ছুটছে ট্রেন
    বাঁশি দিয়ে
    যাত্রীগুলো
    কোলে নি...

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 10 এপ্রিল 2015
  • কালবৈশাখী

    কালবৈশাখী



    আকাশ পানে তাকিয়ে দেখি
                   মেঘের উপর মেঘ
    তারই সাথে বাড়ছে হাওয়ার
                  বেগের উপর বেগ ।
    এই বুঝি বা আকাশ ভেঙে
                 পড়বে এবার ঘাড়ে
    সবুজপ্রাণে অ...

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 12 অক্টোবার 2012
  • নইলে দেব কানটি মলে

    নইলে দেব কানটি মুলে

     

    কে ওখানে
    খোকা নাকি ?
    না পড়ে যে
    দিচ্ছ ফাঁকি
    সন্ধে হলেই
    লুকোচুরি
    বদমায়েসির
    নেইকো জুড়ি
    ওসব ছেড়ে
    পড়তে বসো
    কিংবা বসে
    অঙ্ক কষো
    নইলে দেব
    কানটি মলে
    এমনতর
    দুষ্টু হলে ।


    জামাল ...

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 25 এপ্রিল 2012
  • টিয়া

    টিয়া

     

     

    লালটুকটুকে ঠোঁটখানি তোর সবুজবরণ গা
    তোকে দিলাম লঙ্কাপাকা এই যে টিয়া খা ;
    গবগবাগব পুরিস মুখে তোর লাগেনা ঝাল ?
    একটুখানি মুখে দিলেই আমার যে কী হাল !
    বাঁকা ঠোঁটে ...

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 24 জানুয়ারী 2012
  • মিষ্টি মেয়ে দুষ্টু মেয়ে

    মিষ্টি মেয়ে দুষ্টু মেয়ে


                     
    ঐ মেয়েটা মিষ্টি মেয়ে
    দুষ্টু মেয়েও বটে
    কখন চোখে বিষ্টি নামে
    কখনো রোদ ঠোঁটে ।
    ঐ যে দ্যাখো আপন মনে
    করছে বসে খেলা
    পড়তে বসেও এতটুকু
    নেই যে অবহেলা ;...

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 24 সেপ্টেম্বর 2011
  • মা যে বড় আপন

    মা যে বড় আপন

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 01 আগস্ট 2011
  • রবি-শশী

     রবি-শশী

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 30 এপ্রিল 2011
  • শীতের ছড়া

    শীতের ছড়া

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 07 জানুয়ারী 2011
  • পুজোর গন্ধ

    পুজোর গন্ধ

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 01 অক্টোবার 2010
  • বাঁচি ছেড়ে হাঁফ

    বাঁচি ছেড়ে হাঁফ

    কালকে রাতে ঘুম ভেঙেছে হঠাৎ কিসের ডাকে
    তাকিয়ে দেখি দাঁড়িয়ে কে যে দুই গরাদের ফাঁকে
    ড্যাবড্যাবিয়ে তাকিয়ে আছে আমার দিকে চোখ
    ভেবেছিলাম হয়তো বুঝি অচেনা এক লোক ।

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 04 আগস্ট 2010
  • দুই শেয়ালের গল্প

    দুই শেয়ালের গল্প


      
    রাতদুপুরে একটা শেয়াল
    ডাকলো হেঁকে হুক্কা হুয়া -
    পাশের শেয়াল ঘুমিয়ে ছিল
    বললো উঠে , কেয়া হুয়া ?
    পয়লা শেয়াল বললো তখন ,
    দেখে এলাম পালবাবুদদের
    মুর্গিরাখার খুপিখানি

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 01 মে 2010
  • প্রকৃতির ধর্ম

    প্রকৃতির ধর্ম

    একদিন ইস্কুলে গিয়ে দেখে অর্ক
    দুইদলে বেধে গেছে বড় জোর তর্ক;
    তর্কের কেন্দ্রে ছিলো শীত গ্রীষ্ম
    তুচ্ছ বিষয় নিয়ে ভয়ানক দৃশ্য।

    গ্রীষ্মের বিরুদ্ধে ছিল এই যুক্তি

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 10 জানুয়ারী 2010
  • কপোলার্থ

     

    বাংলা পড়ান শম্ভুবাবু
    সাহিত্য ও ভাষা;
    এমনি রাশভারি তিনি
    যায় না ক্লাসে হাসা।
    সেদিন হটাত বলেন এসে --
    বলতো দেখি হীরে
    'কপোলেতে অশ্রু ঝরে'
    --এর মানেটা কীরে ?
    হীরু ন...

    জামাল ভড়
    আরো পড়:
    প্রকাশিত: 04 মে 2009

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা