খেলাঘরখেলাঘর

 টিয়া

 

লালটুকটুকে ঠোঁটখানি তোর সবুজবরণ গা
তোকে দিলাম লঙ্কাপাকা এই যে টিয়া খা ;
গবগবাগব পুরিস মুখে তোর লাগেনা ঝাল ?
একটুখানি মুখে দিলেই আমার যে কী হাল !
বাঁকা ঠোঁটে তীক্ষ্ণ সুরে কী করে দিস শিস
লক্ষ্মী টিয়া শিস দেওয়াটা শিখিয়ে আমায় দিস ,
লোকের কথা শুনে শুনে নকল করিস ভাই
সেই বিদ্যে সবার আগে শিখতে আমি চাই  ।
কাঁচা ছোলা ভিজিয়ে দেব খোসা ছাড়াই খাবি
কথা দিলাম এখুনি এক পাকা কলাও পাবি ।
টি টি করে ডাক ছেড়ে ভাই শিস দিয়ে তুই ডাক
তোরই কাছে বনের টিয়া শিসটি শিখে যাক ।


জামাল ভড়
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা