বাংলা যখন বাগ মানে না
অঙ্ক জ্বালায় চিত্ত
আমার শেলেট জুড়ে তখন
ভূতেই করে নৃত্য
ব্রহ্মদত্যি, স্কন্ধকাটা,
অন্ধহাটা কিম্ভূত,
শেওড়া গাছের শাঁখচুন্নি,
জাম গাছের জাম ভূত,
দেখতে সবাই এক এক রকম
এক এক রকম ভঙ্গী
এরাই আমার বন্ধু
আমার একলা রাতের সঙ্গী
বাবা আমায় কানমলা দেয়
মা বলেছে গাধা
পাই না আশি নিরানব্বই
প্রাইজ গাদা গাদা
আমার দ্বারা যদি কিছু
না হয় তবে ধুত্
দিনে রাতে খড়ি হাতে
আঁকব আমি ভূত
কখনো যদি ভূতের রাজা
নেমে শেলেট থেকে
কি নিতে চাস
খোনাসুরে বলেন আমায় ডেকে
আমি বলব চাই না প্রাইজ
চাই না গাড়ি বাড়ি
তুমি দেখো আমি যেন
মানুষ হতে পারি।
দ্বৈতা হাজরা গোস্বামী
ব্যাঙ্গালোর, কর্ণাটক