খেলাঘরখেলাঘর

সরল সত্য

জ্ঞানের আলোয় চিনতে শেখো জগতটাকে
আসুক বিষাদ অমানিশা      যুক্তি বুদ্ধি পথের দিশা
অদৃষ্টবাদ ঘোরায় শুধু ঘূর্নিপাকে।

নীরোগ রেখ শরীর নিয়ম মেনে কঠোর
অসুখ যদি হঠাত আসে ডাক্তার ওষুধ আছে পাশে
মুশকিল আসান নয়কো তাবিজ রত্ন পাথর

জীবনখেলা সাঙ্গ করে গেল যে জন
আর কোনদিন ফিরবে নাকো, স্মৃতির ঘরেই তাকে রেখ
সূক্ষ্মশরীর, পুনর্জন্ম- গল্পকথন।

দূর আকাশে আলো হাতে চলছে কারা।
জ্যোতিষী নয় গণিত তত্ত্ব     মেলে ধরবে আসল সত্য
দূরবীনেতেই ধরা দেবে সূর্যতারা।


ডঃ মাধব চট্টোপাধ্যায়
হায়দ্রাবাদ, অন্ধ্র প্রদেশ

ছবিঃ ইন্টারনেট