খেলাঘরখেলাঘর

হেমন্ত আর শীতহেমন্তের কথা-


কুয়াশার এই মায়ার চাদর
জড়িয়ে তোকে করব আদর
   কেউ করে নি এমন তো।
    তাই তো আমি হেমন্ত।।

দখিণ-ছোঁয়া আমার আলো
তোকেই ছুঁতে হাত বাড়ালো
   ন্ন জুড়লেই নেমন্ত।
   আমিই যে সেই হেমন্ত।।

মন হারালি আবার কিসে
সোনায় ভরা ধানের শিষে
   খুঁজে দিলাম সে মন তো।
   আমিই তোদের হেমন্ত।।



শীতের কথা-


আসছি শুনেই কাঁপছে যে তোর হরফ
এসেই যেন ঝরিয়ে দেব বরফ
   আমার সাথে খেলবি নে কিতকিত ?
   আমি তোদের শীত।।

এদিক-ওদিক-অন্যদিকে
হঠাৎ ছুটির ও পিকনিকে
  গাইবি নে কি আমার সাথে গীত ?
  আমিই তোদের শীত।।

পিঠেপুলি খাওয়াই ডেকে
চেরী বসাই ও ফ্রুটকেকে
  আমার সাথে করবি নে কি মিত ?
   তোদের আমি শীত।।
 
 

 

তন্ময় ধর 
নতুন দিল্লী

জন্ম হুগলী জেলার কোন্নগর নবগ্রামে। বর্তমানে পেশাসূত্রে দেরাদুনে। পেশায় বিশ্বব্যাংকের বৈজ্ঞানিক উপদেষ্টা। কৈশোরের শেষ থেকে ছড়া-কবিতা লিখছেন বিভিন্ন মুদ্রিত কিশোর পত্রিকায় এবং পরে বিভিন্ন ওয়েব পত্রিকায়।