আয় তবে এই বৃষ্টি মেখে এই ছড়াটাই ছড়িয়ে দিই।
রামধনুরঙ এই জামাটাই মেঘের গায়ে জড়িয়ে দিই ।।
জুঁই-চামেলির গন্ধ দিয়ে বাতাসটুকু ভরিয়ে দিই ।
ইলশেগুঁড়ির দুলগুলো ওই পরীর কানে পরিয়ে দিই।।
আয় তবে ওই বৃষ্টিমেঘের কাজল চোখে বুলিয়ে নিই।
মেঘমুলুকের প্রাসাদপুরীর বন্ধ দুয়ার খুলিয়ে নিই ।।
মনের গহীন দুঃখগুলো এইসুযোগে ভুলিয়ে নিই।
এ মনটাকে ভিজিয়ে নিয়ে আকাশ-কুসুম তুলিয়ে নিই।।
তন্ময় ধর
নতুন দিল্লী