চঞ্চল মন চল
ঢেউ দি’ কাগজের নৌকায়
ওই তীর ঝিরঝির
চল মন সাঁতরাই বর্ষায় ...
আকাশের ফাঁকা ঘরে
দুদ্দাড় হুড়মুড়
এলো বুঝি ওলো দেখ বর্গি
নাকি এক প্রাণময় বিস্ময়
চুপ চুপ ঝুপ ঝুপ
জল ওই জল সনে কথা কয়
অজানা সে মণিময় পাতা
বেয়ে টুপ টুপ অদ্ভুত
সুর তোলে ফাঁপা যত বুদ্বুদ
জানলার কাচ ময়
রূপকথা জেগে রয়ঃ
মেঘেদের দেশে রাজপুত্তুর
জলছবি আঁকে আজ
হেথা হোথা যেথা চাই যদ্দুর
তুলির আঁচড়ে তার
রামধনু কি বাহার
ঝরে ওই অবিরাম প্রাণরস
সুখি মন চষি চল
মাথায় মাথালি দল
ওই খেলে নবপ্রাণ সাথে
দু’কুল ছাপিয়ে হায়
ভাসে মন বন্যায়
আনমনা মন বর্ষাতে।
শ্বাশ্বত কর
বেলঘরিয়া, কলকাতা