ছাতের ধারে বিকেল বেলায় আকাশপারে চোখ
লালের ঝালর ক্যানভাসে তার আঁকছে অচিন লোক
দিগন জোড়া আঙন আর আলোয় মোড়া তুলি
নীড়মুখী সব পাখির ডানায় ছড়ানো রঙ গুলি
মায়ার তুলি রাঙিয়ে বেড়ায় মেঘের কোণে কোণে
কালচে ধূসর ক্যানভাসে ওই লালচে স্বপন বোনে
স্বপন ছড়ায় দূর আঙিনায় ছড়ায় মাঝির হালে
ছড়ায় যেথায় মেঘ শিশুরা খেলছে মায়ের কোলে
স্বপন দ্যাখে মেঘমেয়ে ওই হাওয়ায় ওড়ে কেশ
তুলির মায়া রাঙায় সারা মেঘ পাগলের দেশ
মায়াতুলির জিয়ন কাঠি রঙ ছড়াল যেই
কত না ফুল সুবাস ছড়ায় অচিন দেশে সেই
মেঘজোয়ান ওই বাজায় বাঁশি মেঘবৃক্ষের ছায়ে
মেঘযুবতীর আঁচল ওড়ে মেঘমাঝি দের নায়ে
মেঘমাঝি তার নাউ বেয়ে যায় লাল সূরযের দেশে
সাঁঝকন্যে কাঁকই করে, মেঘ স্বপন মনে ভাসে।।
শাশ্বত কর
কলকাতা