খেলাঘরখেলাঘর

দেখেই এসো নিজে

দেখেই এসো নিজে

মাঠ পেরোলেই বন
সেখানেতে হারিয়ে যেতে
চায় কি তোমার মন?

বন পেরিয়ে যদি
খুশিতে পা ফেলতে পার,
হাতছানি দেয় নদী।

নদীর পরেই সাগর
দুষ্টু মেয়ের মতন যেন,
চোখটা ডাগর ডাগর।

সাগর শেষে পাহাড়
তোমার কথাই ভাবছে বসে,
ঘুম চোখে নেই তাহার।

পাহাড় শেষে কী যে,
অতশত জানিনা ভাই,
দেখেই এসো নিজে।।


সুনির্মল চক্রবর্তী
প্রখ্যাত শিশু সাহিত্যিক সুনির্মল চক্রবর্তী তাঁর এই ছড়াটি ইচ্ছামতীতে প্রকাশিত হবার অনুমতি দিয়েছেন। এই ছড়াটি পূর্বে অন্যত্র প্রকাশিত হয়েছে। মূল বানান অপরিবর্তিত রাখা হয়েছে।