একই মায়ের দুইটি ছেলে
একটি বড় শান্ত
আরেকটিরই মেজাজ চড়া
বদ্রাগি দুর্দান্ত ।
একটি যদি দিনে ঘোরে
আরেকটি যে রাতে
দুজনেতে ঝগড়া ভীষণ
থাকে না একসাথে ।
একটি যদি পুবে ওঠে
আরেকটি পশ্চিমে
একটি যদি রোদে পোড়ায়
একটি ভাসায় হিমে ।
একটিজনের বিদায় হলে
অন্যজনে আসে
কেউ যদি বা দুঃখে পড়ে
অন্যজনে হাসে ।
গরমিলেতেও একটি মিলই
আছে দুজনাতে
নিয়মমাফিক কাজটি করে
সমান দিন ও রাতে ।
রক্তচক্ষু বদমেজাজি
রবি নামেই চেনা
ধীরস্বভাবের শশীবাবু
তা না জানে কে না !
জামাল ভড়
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা