খেলাঘরখেলাঘর

আফগানী চিংড়ির ঝোল

আফগানী চিংড়ির ঝোল

"গা করে ঘিন ঘিন,
পেট ওঠে গুলিয়ে
রাঁধুনিকে ধরে আন!
কান দেব পেঁচিয়ে!"
হাঁকে ডাকে রাঙাপিসি,
বাধে বুঝি মহাগোল!
"আরশোলা কেন পাতে?
চেয়েছি চিংড়ির ঝোল!"

হাত-জোরে অনুরোধ
অমায়িক রাঁধুনি,
"গলাটি চড়াবেন না,
দোহাই দিদি-মণি।
ফ্যাসাদে পরবো আমী,
হলে পরে জানাজানি।
খেতে ভারি কুড়মুড়ে!
জাতে ওটা আফগানী।
চাহিদা ভীষণ তাই,
সকলে যদি চায়,
অতগুলো আরশোলা,
বলুন কোথায় পাই?"


শিব শঙ্কর বসু
এপেক্স, আমেরিকা যুক্তরাষ্ট্র