খেলাঘরখেলাঘর

পুঁটের সর্দারি

 

পুঁটের সর্দারি

ছয় ছয়টা পাতি হাঁসের ছানা!
সব্বাই আমার পোষ মানা।
দুটো বেশ মোটা মোটা
গুগলি খায় গোটাগোটা।
আর দুটো প্যাঁকাটে
অরুচি তাদের খাওয়াতে।

নাম দিয়েছি রাধা যেটার,
ধবধবে সাদা রঙ যে তার।
তবে, পুঁটে যেটা সবার চেয়ে,
হাবে ভাবে মহারানী! সর্দারী সবেতে!
পিঠের পালকখানি উঁচিয়ে,
হাঁটতে হবেই তাকে সবার থেকে এগিয়ে।

হেলে দুলে দুলকি চালে
চলেন পুঁটে রানী,
সকলের আগে আগে
উঁচিয়ে পিঠের পালকখানি।
তার পিছে বাকি সব
সার বেঁধে চলে।
একে একে ঝাঁপ দেয়
পুকুরের জলে।

সারাটা দিন দস্যিপনা
সামলানো যে দায়!
অথচ, ছোট্ট পুঁটের কোন শাসনে
ওরা অমন সার বেঁধে ধায়?


শিব শঙ্কর বসু
এপেক্স, আমেরিকা যুক্তরাষ্ট্র