শীতটা তো কম নয়
পড়ছে বেশ জাঁকিয়ে
কনকনে উত্তুরে
হাওয়া দেয় কাঁপিয়ে
জবুথবু রোদ্দুর
ঘোরে না আর দাপিয়ে ।
ফুলেদের শীত নেই
তাই তারা হাসছে
হাঁসেদের ভয় নেই
তাই জলে ভাসছে ।
অনুতাপ নেই কোন
ঝর্ণা কি পাহাড়ের ।
প্রকৃতির মাঝে তবু
সজ্জা কী বাহারের ।
জামাল ভড়
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা