খেলাঘরখেলাঘর

শীতের খবর

 

 

শীতের খবর

 

হিমেল আলো আমায় এসে বললো কি
নতুন ধানের গন্ধ মেখে
রূপকথা-নীল আকাশ থেকে
পৌষরঙা দীপের আলো জ্বললো কি?
তিলের ফুলের পাপড়ি থেকে
শীত-পাখিরা গন্ধ মেখে
দখিন দেশে খবর দিতে চললো কি?
সরষে ক্ষেতের আলোর ভাঁজে
শিশির মাখা ঘুমের সাজে
মিষ্টি আলো নতুন কথা বললো কি?

 

 

তন্ময় ধর
নবগ্রাম, হুগলি

জন্ম হুগলী জেলার কোন্নগর নবগ্রামে। বর্তমানে পেশাসূত্রে দেরাদুনে। পেশায় বিশ্বব্যাংকের বৈজ্ঞানিক উপদেষ্টা। কৈশোরের শেষ থেকে ছড়া-কবিতা লিখছেন বিভিন্ন মুদ্রিত কিশোর পত্রিকায় এবং পরে বিভিন্ন ওয়েব পত্রিকায়।