হিমেল আলো আমায় এসে বললো কি
নতুন ধানের গন্ধ মেখে
রূপকথা-নীল আকাশ থেকে
পৌষরঙা দীপের আলো জ্বললো কি?
তিলের ফুলের পাপড়ি থেকে
শীত-পাখিরা গন্ধ মেখে
দখিন দেশে খবর দিতে চললো কি?
সরষে ক্ষেতের আলোর ভাঁজে
শিশির মাখা ঘুমের সাজে
মিষ্টি আলো নতুন কথা বললো কি?
তন্ময় ধর
নবগ্রাম, হুগলি