ভূগোল বইয়ের পাতাতেই তবে যাই চল
এক ভাগ তার মাটি আর তিন ভাগ জল
সূর্যের আলো পোড়াল বিষুবে
ফেরেল বাতাস ঘুরে গেল পুবে
বাতাসে বৃষ্টিকণারা হয়েছে চঞ্চল !
টেকটোনিকের টানে যে ভূতল টলমল
গিরিখাতে কোন হিম নদী করে কলকল
জলমন্ডলে শিলামন্ডলে
বাতাস কোন সে কথা গেল বলে’
আকাশে সেজেছে কোদালে-কুড়ুলে মেঘ দল !
কোন হিমবাহ গলিয়েছে জল
কোন নদীতটে হল কী ফসল
মার্কেটর বা ল্যাম্বার্ট স্কেলে
মানচিত্র কে বা এঁকে ফেলে
কত রিখটারে কাঁপছে দ্যাখ এই ভূমিতল !
ভূমির গভীরে কে রেখেছে জল
আঁধি-সাইক্লোনে বাজিয়ে মাদল
পাতালের যত রত্ন-খনিজে
কার কথা কে যে লিখে গেল নিজে
দেশে-দেশে তারে খুঁজে খুঁজে ফিরি যাই চল।
গ্রাফিকঃ মিতিল