শিয়ালদা থেকে হাওড়ায়
কেউ তাঁর ছড়া আওড়ায়;
হাওড়া থেকে আমতায়
কেউ তাঁরে গোনে নামতায়;
আমতা থেকে চুঁচড়োয়
কেউ পেল তাঁকে খুচরোয়-
চুঁচড়ো থেকে ব্যান্ডেলে
কেউ খোঁজে তাঁকে প্যান্ডেলে;
প্যান্ডেল থেকে মূর্তিতে,
কেউ চায় তাঁকে ফূর্তিতে;
মূর্তি থেকে আলোয়
কেউ দেখে সকল ভালোয়।
সকল দুখে সকল খেলায়
কেউ তাঁর সাথে ছন্দ মেলায়।
ছবিঃ মিতিল