সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

ছাড়ছে ট্রেন
হাওড়া থেকে
চলবে এবার
এঁকেবেঁকে ;
চলছে ট্রেন
শহর ছেড়ে
পথচলাদের
নজর কেড়ে ;
ছুটছে ট্রেন
বাঁশি দিয়ে
যাত্রীগুলো
কোলে নিয়ে ;

কেউ বা শুয়ে
কেউ বা বসে
যাচ্ছে ফিরে
আপন দেশে ;
ঐ ছুটে যায়
গরুর গাড়ি
পার হয়ে যায়
গাঁয়ের বাড়ি ;
মাঠের মাঝে
চাষীগুলো
কাটছে ফসল
তুলছে মুলো ;

মাথায় ধামা
চলছে হাটে
কেউ বা লাঙল
দিচ্ছে মাঠে ;
গাঁয়ের বধূ
পুকুরপাড়ে
ঘোমটা দিয়ে
দাঁড়ায় সরে ;
দূরে দেখা
পাহাড়চুড়ো
আসছে কাছে
হচ্ছে বড়ো ;
পাহাড়বুকে
গাছগাছালি -
যাচ্ছে উড়ে
পাখপাখালি ;

গমগমাগম
শব্দ শুনে
পেরোয় নদী
হচ্ছে মনে ;
বন্ধ গেটে
সারি সারি
দাঁড়িয়ে আছে
অনেক গাড়ি ;
সূর্য ডোবে
আঁধার নামে
ছুটছে ট্রেন
বাঁকছে বামে ;
পড়ছে শুয়ে
নিভছে বাতি
ছুটছে ট্রেন
বাড়ছে গতি ;
অন্য ট্রেন
ছুটছে পাশে
শব্দ যেন
কর্ণে পশে ;
জোর কদমে
ট্রেনটা ছোটে
আবার কখন
সূর্য ওঠে ;

নানান বুলি
নানান ভাষা
লাগছে মজা
লাগছে খাসা ;
চাঁ-য়ে চাঁ-য়ে
বলছে হেঁকে
কেউ বা কেনে
কাছে ডেকে ;
হোক না মানুষ
নানান বেশের
লোক তো মোরা
একই দেশের ।


ছবিঃচন্দ্রিমা ঘোষ

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা