রাতদুপুরে একটা শেয়াল
ডাকলো হেঁকে হুক্কা হুয়া -
পাশের শেয়াল ঘুমিয়ে ছিল
বললো উঠে , কেয়া হুয়া ?
পয়লা শেয়াল বললো তখন ,
দেখে এলাম পালবাবুদদের
মুর্গিরাখার খুপিখানি
হাট করে দোর খোলা ফের ।
লাফিয়ে বলে পাশের শেয়াল ,
আভি হামি যাতা হ্যায় ।
পয়্লা শেয়াল বললো তাকে ,
লেকিন বঁহা কুত্তা হ্যায় ।
চলনা ইয়ার , ঘুরেই আসি--
বললো আবার পাশের শেয়াল ;
পায়ে পায়ে গিয়ে দেখে
কুকুর যেন মস্ত দেয়াল ।
দ্বিতীয় শেয়াল হামা দিয়ে
একটু গেল যেই এগিয়ে
কুত্তাখানা ছুট্টে এসে
ধরলো পায়ে কামড় দিয়ে ।
তাইনা দেখে পয়লা শেয়াল
লাফটি দিয়ে ছুটলো বেগে ;
অতি লোভে তাঁতি মরে--
পিছু ফিরে বললো রেগে ।
জামাল ভড়
বারাসাত
উত্তর চব্বিশ পরগনা