এলোপাথাড়ি- বনবাদাড়ি ছড়া
মৌচাকে মৌমাছি থাকে কোটি গণ্ডা ছোট ছোট পাখা নিয়ে ছোট ছোট গুণ্ডা। ইয়া বড়া ছাতিওলা এক খানা ষণ্ডা সকলের পিছে থাকে তাইতো সে পাণ্ডা।
|
সংহিতা মুখোপাধ্যায়
পেনসিলভানিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র
- বিস্তারিত
- লিখেছেন সংহিতা মুখোপাধ্যায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
হরেক ডাক
কুকুর ডাকে ভীষণ জোরে
ঘেউ ঘেউ ঘেউ ঘেউ।
বিড়াল ডাকে করুণ সুরে
মিউ মিউ মিউ মিউ।।
‘বউ কথা কও’ পাখীটা বলে
বউ কথা কও, বউ।
পাপিয়াটার স্বরটা মধুর
পিউ কাঁহা পিউ, পিউ।।
সাঁঝের বেলা আসে ভেসে
ঝিঁঝিঁ পোকার ঝিঁঝিঁ।
ঘোড়াগুলো সব হ্রেষা রবে
আওয়াজ তোলে চিঁহি।।
শকুনিটা ওই কাঁদে এমন
ঠিক যেন এক শিশু।
অমন আওয়াজ প্রায়ই তোলে
আমাদের ওই বিশু।।
বাছুর ছোটে মায়ের পিছে
বলে – হাম্বা হাম্বা।
আমরা যখন ডাকি মাকে
বলি – মা, ওম্মা ।।
রাজেন্দ্র ভট্টাচার্য
কলকাতা
- বিস্তারিত
- লিখেছেন রাজেন্দ্র ভট্টাচার্য
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
প্যালার বুদ্ধি
আমার বন্ধু প্যালা
সে মস্ত বড় বীর,
সেবার স্কুলের ছুটি,
গেছে কাশ্মীর।
ট্রেনের ভেতর ছিল
কটা দুষ্টু লোক,
প্যালাকে ওরা থেতে দিল
ঠান্ডা ঠান্ডা কোক্।
প্যালা কিন্তু ভয় পেল না
হাতে নিল বরফ,
বরফ দিয়ে doll বানিয়ে
এঁকে দিল গোঁফ।
প্যালার কান্ড দেখে ওরা
হেসে কেঁদে মরে,
সেই ফাঁকেতে প্যালা তখন
ফেরার ট্রেন ধরে।
পৃথ্বীরাজ চৌধুরি
বস্টন, আমেরিকা যুক্ত্ররাষ্ট্র
- বিস্তারিত
- লিখেছেন সৃজন বিভাগ
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
দুই শেয়ালের গল্প
রাতদুপুরে একটা শেয়াল
ডাকলো হেঁকে হুক্কা হুয়া -
পাশের শেয়াল ঘুমিয়ে ছিল
বললো উঠে , কেয়া হুয়া ?
পয়লা শেয়াল বললো তখন ,
দেখে এলাম পালবাবুদদের
মুর্গিরাখার খুপিখানি
হাট করে দোর খোলা ফের ।
লাফিয়ে বলে পাশের শেয়াল ,
আভি হামি যাতা হ্যায় ।
পয়্লা শেয়াল বললো তাকে ,
লেকিন বঁহা কুত্তা হ্যায় ।
চলনা ইয়ার , ঘুরেই আসি--
বললো আবার পাশের শেয়াল ;
পায়ে পায়ে গিয়ে দেখে
কুকুর যেন মস্ত দেয়াল ।
দ্বিতীয় শেয়াল হামা দিয়ে
একটু গেল যেই এগিয়ে
কুত্তাখানা ছুট্টে এসে
ধরলো পায়ে কামড় দিয়ে ।
তাইনা দেখে পয়লা শেয়াল
লাফটি দিয়ে ছুটলো বেগে ;
অতি লোভে তাঁতি মরে--
পিছু ফিরে বললো রেগে ।
জামাল ভড়
বারাসাত
উত্তর চব্বিশ পরগনা
- বিস্তারিত
- লিখেছেন জামাল ভড়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
ইচ্ছামতী
ইচ্ছামতী ইচ্ছামতী
এক যে আছে ছোট্টো নদী
খুশির স্রোতে অবাধ গতি
যেমন ইচ্ছে যেমন মতি
অথবা সে ছোট্টো মেয়ে
উঠলো বেড়ে আদর পেয়ে
দুষ্টু চোখে মিষ্টি হেসে
মনের ভুবন ফেললো ছেয়ে
ইচ্ছামতী ইচ্ছামতী
হয়তো সে এক প্রজাপতি
মেললো দুটি রঙিন ডানা
অচিনপুরে তার ঠিকানা
ইচ্ছামতী রঙিন ঝুরি
গল্প ছড়া ভুরি ভুরি
পড়বে তোমরা স্বপ্ন চোখে
এখন যারা ছোট্টো কুঁড়ি।
দ্বৈতা গোস্বামী
গুরগাঁও, হরিয়ানা
- বিস্তারিত
- লিখেছেন দ্বৈতা হাজরা গোস্বামী
- ক্যাটfগরি: ছড়া-কবিতা