খেলাঘরখেলাঘর

হরেক ডাক

কুকুর ডাকে ভীষণ জোরে
ঘেউ ঘেউ ঘেউ ঘেউ।
বিড়াল ডাকে করুণ সুরে
মিউ মিউ মিউ মিউ।।
 ‘বউ কথা কও’ পাখীটা বলে
বউ কথা কও, বউ।
পাপিয়াটার স্বরটা মধুর
পিউ কাঁহা পিউ, পিউ।।
সাঁঝের বেলা আসে ভেসে
ঝিঁঝিঁ পোকার ঝিঁঝিঁ।
ঘোড়াগুলো সব হ্রেষা রবে
আওয়াজ তোলে চিঁহি।।
শকুনিটা ওই কাঁদে এমন
ঠিক যেন এক শিশু।
অমন আওয়াজ প্রায়ই তোলে
আমাদের ওই বিশু।।
বাছুর ছোটে মায়ের পিছে
বলে – হাম্বা হাম্বা।
আমরা যখন ডাকি মাকে
বলি – মা, ওম্মা ।।

 

রাজেন্দ্র ভট্টাচার্য
কলকাতা