খেলাঘরখেলাঘর

মিষ্টি মেয়ে দুষ্টু মেয়ে
                 
ঐ মেয়েটা মিষ্টি মেয়ে
দুষ্টু মেয়েও বটে
কখন চোখে বিষ্টি নামে
কখনো রোদ ঠোঁটে ।
ঐ যে দ্যাখো আপন মনে
করছে বসে খেলা
পড়তে বসেও এতটুকু
নেই যে অবহেলা ;
কখনো বা অঙ্ক কষে
কখনো বা ছবি
এখন বসে আঁকছে দ্যাখো
ডুবন্ত এক রবি ।
ভাইয়ের সাথে ঝক্কি যত
শতেক অভিযোগ
সব ভালো তার এটাই শুধু
একমাত্র রোগ ।


জামাল ভড়
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা