খেলাঘরখেলাঘর

মেঘ সূর্য্যের খেলা

মেঘলা দুপুর একলা টুপুর মেঘের সাথে খেলে
মেঘ হেরে যায় তখন যখন সূর্য্য আলো জ্বালে।
রোদমাখা মেঘ বৃষ্টি ঝরায় দূরের পাড়ার ছাদে-
তখন বুঝি হারার ভয়ে কালচে মেঘও কাঁদে।
কখনও বুঝি রাগ করে সে গাছের মাথায় ফোঁসে,
কখনও আবার অঝোর ধারে ছুট্টে নেমে আস,
নাচতে থাকে চিলের ছাদে, ঝাপসিয়ে নিমঝাড়,
ঝরঝরিয়ে সাজায় ফোঁটায় গাছের ডাল আর তার।
যখন হঠাৎ থমকে থামে হাসে ভিজে রোদ
ছিঁড়ে খুঁড়ে মেঘের গাউন তুলতে থাকে শোধ ।
মেঘে রোদে মিলেমিশে আকাশ জুড়ে আঁকে
রামধনু রং ছিটে ফোঁটা কিংবা লম্বা বাঁকে।
সিঁদুর রঙা চেহারা হলে তবেই খেলা শেষ
দিন জাগাতে সূর্য্য ছোটে সাগরপাড়ের দেশ -
সেই দেশে এক অন্য টুপুর মেঘের সাথে খেলে,
সূর্য্য গিয়ে তাদের সাথে সেই খেলাতে মেলে।


সংহিতা
সল্ট লেক, কলকাতা