খেলাঘরখেলাঘর

পরিবেশ

মা,শুনেছ বাবার কান্ডখানা
আমাদেরআম-কাঠালেরবাগান ভেঙে
তুলবে নাকি মস্ত বাড়ি।
বাবা বিচ্ছিরি, তাই যদি হয়
বাবার সাথে জন্ম –আড়ি ।

আমের গাছে  বোল হবে না
মিষ্টি গন্ধ বইবে নাকো আর
ঘুঘু, টিয়া, ময়না, কোকিল
অনেক  দূরে যাবে চলে
কে আমার ঘুম ভাঙাবে
রোজ সকালে,মা আমার ?

মা, সত্যি  করে বলো
আমরা সবাই যাব চলে
বাগান, এ বাড়ি, থাকবে না আর
বলো,' ছোটকা  মিথ্যে বলে'।

তোমার চোখে জল কেন মা
দাঁড়িয়ে কেন চুপটি করে ?
আমি দেখ কাঁদছি না আর
তবু মনটা যে কান্না করে।



সমর চট্টোপাধ্যায়
গড়িয়া গার্ডেন্স, কলকাতা