খেলাঘরখেলাঘর

মিতালি

ভোরের আলো হাতছানি দেয়
কখনো বলে টুকি,
এখনো তোমার ঘুম ভাঙ্গেনি
সে কি ব্যাপার খুকি?
উঠতে যদি বেলা করো
স্কুলের হবে দেরি
তাইত আমি রোজ সকালে
বাজাই প্রভাত ভেরী।
মিষ্টি আলোর হাতছানি আর
মিষ্টি পাখির গান
চোখটি মেলে দেখো চেয়ে
ভুবন ভরা প্রাণ।

সমর চট্টোপাধ্যায়
গড়িয়া গার্ডেন, কলকাতা