খেলাঘরখেলাঘর

ভাবছিস কি

আচ্ছা তোরা পড়বি স্কুলে ? এই আমাদের মতো,
অ আ ক খ a b c d , শিখবি পারিস যতো।
ভাবছিস কি বলতো আমায় , করছে কি খুব ভয়;
পেটগুড়গুড় ? ঠিক ধরেছি , একটু অমন হয়।
জানিস না তো ,কত পড়া কত রকম বই;
ঐদিকে কি ? শোন না কথা , মনটা যে তোর কই!
বিস্কুট চাই ! বেশ তবে নে , আর দেব না ব্যাস;
আবার ঘোরে , বনবনবন ! খুব শিখেছিস Jazz ?
হয়েছে এবার ! বোস তো দেখি , পেন্সিলটা ধর;
উফ ! মুখে না , পায়ের ফাঁকে , এই নে এটা কর।
খুব যে হাঁকিস গলা ছেড়ে , ভৌ ভৌ রাতদিন;
নার্সারির এই অঙ্ক দেখে , খাস কেন হিমসিম?
ভাবছিস কি ! খুব সোজা তো , এক আর একের যোগ;
আকাশ থেকে পড়লি নাকি ? গিলবি কবার ঢোক!
বেশ বুঝছি , না পড়ে তোর , হয়েছে মাথা ভোঁতা;
যা গিয়ে তুই কর রে খেলা , বইখাতা সব গোটা।
ছুটি পেয়ে খুব মজা না ! লেজ নাড়ছিস বড়ো,
মনটা তোদের সত্যি সাদা , তাইতো লাগে ভালো।।  


মধুমিতা প্রামাণিক
গিরীশ পার্ক , কলকাতা