-
চাউমিন
কপকপ চাউমিন,
খেয়ে চলে রাতদিন!
ডালভাত দিলে পরে,
থালাবাটি ছুঁড়ে মারে।
করেছ কি রান্না,
এঁচোড়ের ডালনা?
ফুলকপি পাতা বাঁটা?
মিছে কেন এত খাটা!মধুমিতা প্রামাণিকবিভাগ: ছড়া-কবিতা প্রকাশিত: 30 আগস্ট 2013 -
ননীর কাণ্ড
অঙ্কে তার বেজায় মাথা ,
উপপাদ্যে ভর্তি খাতা ।
পেন্সিলটা কানে গোঁজা ,
সবসময়ই চোখটি বোজা ।
বিড়বিড়িয়ে কি যে বলে ,
আপনমনে লিখেই চলে ।
থেকে থেকেই মাথা ঝাঁকায় ...মধুমিতা প্রামাণিকবিভাগ: ছড়া-কবিতা প্রকাশিত: 23 জানুয়ারী 2013 -
হঠাৎ এসে ছড়ার দেশে
লাল নদী , ঠিক তারই বাঁকে;
ঘুরতে গেলুম কাজের ফাঁকে।
সঙ্গে আমার ছোট্ট খাতা,
লিখি তাতে মনের কথা।
কোন দেশেতে কেমন মানুষ,
উড়ছে কোথায় রঙীন ফানুস।
ঘুরছে রাখাল আপন...মধুমিতা প্রামাণিকবিভাগ: ছড়া-কবিতা প্রকাশিত: 23 জানুয়ারী 2013 -
ভাবছিস কি!
আচ্ছা তোরা পড়বি স্কুলে ? এই আমাদের মতো,
অ আ ক খ a b c d , শিখবি পারিস যতো।
ভাবছিস কি বলতো আমায় , করছে কি খুব ভয়;
পেটগুড়গুড় ? ঠিক ধরেছি , একটু অমন হয়।
জানিস ...মধুমিতা প্রামাণিকবিভাগ: ছড়া-কবিতা প্রকাশিত: 23 জানুয়ারী 2013 -
মা
নেইকো ঘর , নেইকো বাড়ি ;
রাস্তাঘাটেই চাপাই হাঁড়ি ।
পাশ দিয়ে যায় , কত গাড়ি ;
এদিক ওদিক এলোপাথাড়ি ।
“ ও মা ও যে দৌড়ে গেল ---
ধর না ছুটে , কী যে হল !! ’’
“ এই না...মধুমিতা প্রামাণিকবিভাগ: ছড়া-কবিতা প্রকাশিত: 16 অক্টোবার 2012 -
তিনে তখন বনগাঁ লোকাল
ইস্টিশনে আসছে গাড়ি , সব দিয়েছে ছুট;
উঠতে হবে ঠেলেঠুলে , ভীড়ে ঠাসা ধুত!
কেউ বা আবার ভেবেছিল , আসবে গাড়ি দু’য়ে;
ধড়ফড়িয়ে ছুট লাগাল , মাইকে বলা শুনে।
ওভারব্রীজটা পড়ে...মধুমিতা প্রামাণিকবিভাগ: ছড়া-কবিতা প্রকাশিত: 16 অক্টোবার 2012