সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
  • চাউমিন

    কপকপ চাউমিন,
    খেয়ে চলে রাতদিন!
    ডালভাত দিলে পরে,
    থালাবাটি ছুঁড়ে মারে।
    করেছ কি রান্না,
    এঁচোড়ের ডালনা?
    ফুলকপি পাতা বাঁটা?
    মিছে কেন এত খাটা!

    মধুমিতা প্রামাণিক
    আরো পড়:
    প্রকাশিত: 30 আগস্ট 2013
  • ননীর কাণ্ড

    ননীর কান্ড

    অঙ্কে তার বেজায় মাথা ,   
    উপপাদ্যে ভর্তি খাতা ।
    পেন্সিলটা কানে গোঁজা ,
    সবসময়ই চোখটি বোজা ।
    বিড়বিড়িয়ে কি যে বলে ,
    আপনমনে লিখেই চলে ।
    থেকে থেকেই মাথা ঝাঁকায় ...

    মধুমিতা প্রামাণিক
    আরো পড়:
    প্রকাশিত: 23 জানুয়ারী 2013
  • হঠাৎ এসে ছড়ার দেশে

    হটাৎ এসে ছড়ার দেশে

    লাল নদী , ঠিক তারই বাঁকে;
    ঘুরতে গেলুম কাজের ফাঁকে।
    সঙ্গে আমার ছোট্ট খাতা,
    লিখি তাতে মনের কথা।
    কোন দেশেতে কেমন মানুষ,
    উড়ছে কোথায় রঙীন ফানুস।
    ঘুরছে রাখাল আপন...

    মধুমিতা প্রামাণিক
    আরো পড়:
    প্রকাশিত: 23 জানুয়ারী 2013
  • ভাবছিস কি!

    ভাবছিস কি

    আচ্ছা তোরা পড়বি স্কুলে ? এই আমাদের মতো,
    অ আ ক খ a b c d , শিখবি পারিস যতো।
    ভাবছিস কি বলতো আমায় , করছে কি খুব ভয়;
    পেটগুড়গুড় ? ঠিক ধরেছি , একটু অমন হয়।
    জানিস ...

    মধুমিতা প্রামাণিক
    আরো পড়:
    প্রকাশিত: 23 জানুয়ারী 2013
  • মা

    মা

     

    নেইকো ঘর , নেইকো বাড়ি ;
    রাস্তাঘাটেই চাপাই হাঁড়ি ।
    পাশ দিয়ে যায় , কত গাড়ি ;
    এদিক ওদিক এলোপাথাড়ি ।
    “ ও মা ও যে দৌড়ে গেল ---
    ধর না ছুটে , কী যে হল !! ’’
    “ এই না...

    মধুমিতা প্রামাণিক
    আরো পড়:
    প্রকাশিত: 16 অক্টোবার 2012
  • তিনে তখন বনগাঁ লোকাল

    তিনে তখন বনগাঁ লোকাল

    ইস্টিশনে আসছে গাড়ি , সব দিয়েছে ছুট;
    উঠতে হবে ঠেলেঠুলে , ভীড়ে ঠাসা ধুত!
    কেউ বা আবার ভেবেছিল , আসবে গাড়ি দু’য়ে;
    ধড়ফড়িয়ে ছুট লাগাল , মাইকে বলা শুনে।
    ওভারব্রীজটা পড়ে...

    মধুমিতা প্রামাণিক
    আরো পড়:
    প্রকাশিত: 16 অক্টোবার 2012

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা