লাল নদী , ঠিক তারই বাঁকে;
ঘুরতে গেলুম কাজের ফাঁকে।
সঙ্গে আমার ছোট্ট খাতা,
লিখি তাতে মনের কথা।
কোন দেশেতে কেমন মানুষ,
উড়ছে কোথায় রঙীন ফানুস।
ঘুরছে রাখাল আপন মনে,
মিষ্টি বাঁশীর সুরটা কানে।
কোথায় আকাশ আঁকছে ছবি,
লালের আভা , ডুবছে রবি।
নাম না জানা পথের শেষে,
কোথায় যাবো ভাবছি এসে;
এমনি সময় পিছন থেকে,
কে বেশ যেন ডাকল হেঁকে -
“এসছো তুমি নতুন বুঝি!
পাচ্ছো নাকি কাউকে খুঁজি?’’
‘‘হ্যাঁ মানে ঐ , ঘুরতে ঘুরতে’’
শুনল না আর বলল থামতে -
‘‘চুপ কথা নয় বলছি শোনো,
এসছো কোথা তা কি জানো!
বলতে হবে ছড়ায় কথা,
মিল খুঁজি তাই খাটিয়ে মাথা।
ছড়ার দেশের নিয়ম এটা,
নইলে মাথা পড়বে কাটা।
রাজামশাই ভীষণ রাগী,
সদাই নজর কে দেয় ফাঁকি!’’
‘‘ওরেবাবা ! বলছ কি গো!
ঘুরছে মাথা , করছে ভোঁ ভোঁ!
তালমিল সব যাচ্ছি ভুলে,
শূলেই বুঝি দিল তুলে।
আর না বাবা , পালাই এবার;
ভয় বলে ভয় , তাল কাটবার!!’’
মধুমিতা প্রামাণিক
গিরীশ পার্ক , কলকাতা