কপকপ চাউমিন,
খেয়ে চলে রাতদিন!
ডালভাত দিলে পরে,
থালাবাটি ছুঁড়ে মারে।
করেছ কি রান্না,
এঁচোড়ের ডালনা?
ফুলকপি পাতা বাঁটা?
মিছে কেন এত খাটা!
দই ভাত মাখিয়ে,
দাও যদি এগিয়ে;
কটমট চোখেতে,
কী ভীষণ রোষেতে;
সপ্তমে তুলে স্বর,
কেঁদে ভাসে ঝরঝর!
বুক করে দুরুদুরু,
এই বুঝি হল শুরু;
সেই এক বায়না,
আর কিছু খায় না!
নিঃঝুম মাঝরাত,
বেশ ছিল শুয়ে কাত;
স্বপ্নেতে এল বুঝি,
চাউমিন এক ঝুড়ি;
ঘুম গেল পালিয়ে,
খিদে পেট চাগিয়ে;
নেইকোনো নিস্তার,
চাউমিন চাই তার।
হাউমাউ কান্না,
ধরেছে সে বায়না;
যত বলো যত সাধো,
ক্ষীর-পুলি দাও যতো;
নিমকি কি চিড়ে ভাঁজা,
বাদশাহী খাজা গজা;
কিছু মুখে দেবে নাকো,
কোনো কথা শোনে নাকো।
বুককাঁপা চীৎকার,
চাউমিন চাই তার!!!!
মধুমিতা প্রামাণিক
গিরীশ পার্ক , কলকাতা