খেলাঘরখেলাঘর

লালপাতা আর নাককাটা গাছ দিয়ে
পাঠশালাটার তিন দিক হল ঘেরা,
বর্ষার জল স্যাত-স্যতে হওয়া মাটি -
খুঁড়ে ফেলি সব ছোট ছোট বালকেরা

আনকোরা হাতে হরগৌরির গাছ
মাটিতে বসাই বেড়াটার কাছে কাছে,
নামতার ফাঁকে চোখ আছে সকলেরই
গরু-টরু এসে খেয়ে যায় গাছ পাছে।

আলো হাওয়া মেখে হরগৌরির গাছ
ঢাকা পড়ে গেল রঙ মাখা ফুলে ফুলে,
তারি লোভে কত প্রজাপতি দল বেঁধে
ভিড় করে এলো আমাদের স্কুলে।

মনে হয় যেন এই সেদিনের কথা
এখনো ফুলের গন্ধটা পাই নাকে,
ফেলে আসা সেই পাঠশালাটার ছবি
খুঁজে পাই আমি হাজারো কাজের ফাঁকে।

পুরুলিয়ার বাসিন্দা তরুণ কুমার সরখেল জেলার প্রশাসনিক বিভাগে কাজ করেন। পাশাপাশি ছোটদের জন্য নিয়মিত লেখালিখি করেন, এবং ছোটদের জন্য একটি মুদ্রিত পত্রিকা সম্পাদনা করেন।