একের পিঠে দুই
বাবার কোলে শুই
গুটি শুটি রই
(তবু) শান্ত মোটেও নই
পাশটি ফিরে রই
করি কুঁই কুঁই,
তখন বাবা বলে ছড়া
আমার রূপু কই?
পড়ছে খুলে বই,
যেন শুনছি সত্যিই
না না না, বাবা
(তুই) জানিস না কিচ্ছুই
একের পিঠে দুই
বলে সুকুমারের বই
দিই দুষ্টুমিতে মই
(বাবা), কাঁদিস কেন তুই?
বাবার কোলে শুই
গুটি শুটি রই
(তবু) শান্ত মোটেও নই
পাশটি ফিরে রই
করি কুঁই কুঁই,
তখন বাবা বলে ছড়া
আমার রূপু কই?
পড়ছে খুলে বই,
যেন শুনছি সত্যিই
না না না, বাবা
(তুই) জানিস না কিচ্ছুই
একের পিঠে দুই
বলে সুকুমারের বই
দিই দুষ্টুমিতে মই
(বাবা), কাঁদিস কেন তুই?
অভ্র পাল
কলকাতা