বলো তো দেখি কী----
১.বর্ষার ফল তাল, শেষ ছেড়ে দিলে,
মধ্যেতে বসতি,
আগে পিছে থাকা, তিনে বয়ে গেলে,
সুখ অনুভূতি।
২. মাথা যার নাই তার কিছুই তো নাই,
তিনে, বাজে সুমধুর,
মধ্যে খালি মানা করে, চেয়ে দেখ ভাই,
মাঙ্গলিকে সার।
৩. মাথাহীন হয় না সে , মাথা কাটা গেলে,
মধ্যম বিহনে, মাথা তবু ও সে তোলে,
পরিচিত হয় সেই তিনটি আখরে,
নাম তার খুঁজে দেখ, ঋতুর মাঝারে।
৪. নয় নয় করে তবু মূল্য তার আছে,
প্রথমে ছাড়িয়া,
তিন অক্ষরে হয় সেই সুজন ভূষণ,
দেখ, মনেতে ভাবিয়া।
৫. তিন অক্ষরে নাম, ভাবে প্রথম বিহনে,
মধ্যে পদহীন নয়,
বর্ষাতে আরাধনা, দেখে সর্বজনে,
ধাঁধা কঠিন কি হয়?
উত্তরমালা :::
১. বাতাস
২. শানাই
৩. শিশির
৪. বিনয়
৫. মনসা