খেলাঘরখেলাঘর

এল প্রখর গ্রীষ্ম
পুকুর নদী হ’ল শুষ্ক
মাটির জল বাষ্প হ’ল –
আকাশে মেঘ জমলো।
কালো মেঘে এলো বৃষ্টি
শুরু হ’ল সবুজের সৃষ্টি,
সতেজ হ’ল গাছপালা –
শিশুরা করে খেলা।
পুকুর, নদী ভরে জলে –
ক্ষেত ভরে নতুন ফসলে।
এইভাবে হয় ‘জল চক্র’
এগিয়ে চলে ঋতুচক্র –
শরৎ, হেমন্ত, শীত, বসন্ত
বৎসর হয় যে অন্ত।

ছবিঃসায়নী সাহা পোদ্দার

সঞ্চালী ঘোষ
বারো বছরের সঞ্চালী ঘোষ পড়ে মুম্বইয়ের অনুশক্তিনগরের ৪ নম্বর অ্যাটমিক এনার্জি স্কুলের সপ্তম শ্রেনীতে। পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন ধরণের গান ও ভারতনাট্যম শেখে এবং ছবি আঁকতে ভালবাসে। বই পড়া, কার্টুন ও ছোটদের সিনেমা দেখা, ইংরেজি ও বাংলায় গল্প-কবিতা লেখা তার শখ।

More articles from this author