এল প্রখর গ্রীষ্ম
পুকুর নদী হ’ল শুষ্ক
মাটির জল বাষ্প হ’ল –
আকাশে মেঘ জমলো।
কালো মেঘে এলো বৃষ্টি
শুরু হ’ল সবুজের সৃষ্টি,
সতেজ হ’ল গাছপালা –
শিশুরা করে খেলা।
পুকুর, নদী ভরে জলে –
ক্ষেত ভরে নতুন ফসলে।
এইভাবে হয় ‘জল চক্র’
এগিয়ে চলে ঋতুচক্র –
শরৎ, হেমন্ত, শীত, বসন্ত
বৎসর হয় যে অন্ত।
ছবিঃসায়নী সাহা পোদ্দার