ঝড় উঠেছে কাজল বনে
আকাশ ক’রে কালো,
প্রভু আমার মনের কোনে
জ্বালাও আলো জ্বালো।
সূর্য গেলেন অস্তাচলে
জ্বালিয়ে দীপ চাঁদের কোলে,
ইন্দ্র দেবের দেখা পেতেই
পবন গেলেন চলে।
ঝিলিক লাগায় সন্ধ্যাতারা
কাজল কালো বনে,
শঙ্খধ্বনি উঠলো বেজে
মন্দিরের ঐ কোনে।
সমস্ত জগৎ প্রণাম জানায়
প্রভুর চরণে।
নৈশধা চ্যাটার্জি
চতুর্থ শ্রেণী
অ্যাটমিক এনার্জি স্কুল, অণুশক্তিনগর, মুম্বই
ছবিঃ
সায়নী সাহা পোদ্দার