পীচঢালা পথে যেতে যেতে দেখি
কুঁড়ে ঘর সারে সারে,
রোদে দেওয়া ধান, মুরগিরা চরে
উঠোনের এক ধারে।
ছোট ছোট ছেলে খেলা করে আর
কাজ করে মা-র সাথে,
কখনো সখনো গাড়ি-ঘোড়া দেখে
উঁকি মারে রাস্তাতে।
টাটাসুমো চেপে বাবু-বিবি যায়
বাস যায় দ্রুত বেগে,
হর্ণ শুনে নেড়ি ঘুম থেকে উঠে
অকারণে যায় রেগে।
পুকুরের জলে খেলা করে হাঁস
ভেসে থাকে অবহেলে,
ঝলমলে রোদে কচি পুঁইডগা
চেয়ে থাকে চোখ মেলে।
ছবিঃ শিল্পী ঘোষ